Header Ads Widget

মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কুইন্টিলিয়ন, সেক্সটিলিয়ন এর হিসাব শিখি

মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কুইন্টিলিয়ন, সেক্সটিলিয়ন এর হিসাব শিখি
সাধারনত আমাদের দেশে মিলিয়ন বিলিয়নের হিসাবের প্রচলন কম থাকায় আমরা অনেকে এ হিসাবটা জানিনা। এমন একটি বিষয়ে জেনে রাখা আমি ভাল মনে করি। 


তাই এটার বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরছি - 
১০ লাখে ১ মিলিয়ন
১০০ লাখে এক কোটি = ১০ মিলিয়নে ১ কোটি
১০০ কোটিতে ১ বিলিয়ন = ১০০০ মিলিয়নে ১ বিলিয়ন
অর্থাৎ ১০ লাখে ১ মিলিয়ন আর ১০০০ মিলিয়নে = ১ বিলিয়ন
লাখ বা কোটি নামের এককগুলা শুধু দক্ষিণ এশিয়াতেই ব্যবহার হয় ।
এই এককগুলো সাধারণত ১০০ গুন করে বাড়ে,
মানে হাজার এর ১০০ গুনে লাখ, লাখের ১০০ গুনে কোটি, কোটির ১০০ গুনে বিলিয়ন ।

অন্যদিকে পশ্চিমে চলে ১০০০ গুন করে বাড়া একক ।
হাজারের ১০০০ গুনে মিলিয়ন মিলিয়নের ১০০০ গুনে বিলিয়ন বিলিয়নের ১০০০ গুনে ট্রিলিয়ন
আপনি কি এখন হিসবটি বুঝতে পেরেছেন? 
১ বিলিয়ন= কত?
মানে কত মিলিয়নে এক বিলিয়ন হয়?
১০ লক্ষ= ১ মিলিয়ন 
আর ১০০ কোটি=১ বিলিয়ন 
মানে দশ হাজার মিলিয়নে ১ বিলিয়ন
আর এক হাজার বিলিয়নে, ১ ট্রিলিয়ন।
* প্রয়োজনে আবার দেখুন
 
আপনি কি কখনো ভেবে দেখেছেন এক মিলিয়নে কত শূন্য থাকে?

এক বিলিয়ন?

এক ট্রিলিয়ন ?

আপনি কি জানেন একটি ভিজিনটিলিয়নে কতটি শূন্য থাকে?

ট্রিলিয়নের চেয়ে বড় সংখ্যা

অঙ্ক শূন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনি অনেক বড় সংখ্যা গণনা করেন । এটি 10 ​​এর এই গুণিতকগুলিকে ট্র্যাক করতে সহায়তা করে কারণ সংখ্যাটি যত বড় হবে, তত বেশি শূন্যের প্রয়োজন হবে। নীচের সারণীতে, প্রথম কলামটি সংখ্যার নাম তালিকাভুক্ত করে, দ্বিতীয়টি শূন্যের সংখ্যা প্রদান করে যা প্রাথমিক অঙ্ক অনুসরণ করে, এবং তৃতীয়টি আপনাকে বলে যে প্রতিটি সংখ্যা লিখতে আপনাকে তিনটি শূন্যের কতগুলি গ্রুপ করতে হবে৷

নামশূন্যের সংখ্যা(3) শূন্যের গোষ্ঠী
দশ1(10)
শত2(100)
হাজার31 (1,000)
দশ হাজার4(10,000)
শত হাজার5(100,000)
মিলিয়ন62 (1,000,000)
বিলিয়ন93 (1,000,000,000)
ট্রিলিয়ন124 (1,000,000,000,000)
কোয়াড্রিলিয়ন155
কুইন্টিলিয়ন186
সেক্সটিলিয়ন217
সেপ্টিলিয়ন248
অক্টিলিয়ন279
ননলিয়ন3010
ডিসিলিয়ন3311
আনডিসিলিয়ন3612
ডুওডিসিলিয়ন3913
ট্রেডিসিলিয়ন4214
Quattuor-decillion4515
কুইন্ডসিলিয়ন4816
সেক্সডেসিলিয়ন5117
সেপ্টেন-ডিসিলিয়ন5418
অক্টোডেসিলিয়ন5719
নভেমডেসিলিয়ন6020
ভিজিনটিলিয়ন6321
সেন্টিলিয়ন303101

 

এই শিরোনামের জনপ্রিয় পোস্ট গুলো পড়ুন;

Alphabet (অ্যালফাবেট)

জ্যামিতির সকল সংজ্ঞা | All definitions of geometry

কোণ বিস্তারিত 

ডিগ্রি (কোণ)

ত্রিকোণমিতির সূত্রাবলি 

কিছু গুরুত্বপূর্ণ অক্ষরের পূর্ণরুপ 

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু তথ্য 

The এর উচ্চারণ কখন দ্যা হবে এবং কখন দি হবে 

গ্রানাডা ট্র্যাজেডি দিবস 

উদ্দেশ্য 

মিলিয়ন বিলিয়ন এর হিসাব শিখি 

সূক্ষকোন, সমকোন, স্হূলকোন, সরলকোন কাকে বলে জেনে নিন। 

ভূগোল ও পরিবেশ এর ২২২ টি প্রশ্ন ও উত্তর 

এসিড সমূহের নাম ও সংকেত 

বীজগণিতের সূত্র: 

Imran Khan Raj

Cox’s Bazar, Chittagong

Post a Comment

1 Comments