মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কুইন্টিলিয়ন, সেক্সটিলিয়ন এর হিসাব শিখি
সাধারনত আমাদের দেশে মিলিয়ন বিলিয়নের হিসাবের প্রচলন কম থাকায় আমরা অনেকে এ হিসাবটা জানিনা। এমন একটি বিষয়ে জেনে রাখা আমি ভাল মনে করি।
জ্যামিতির সকল সংজ্ঞা | All definitions of geometry
Cox’s Bazar, Chittagong
তাই এটার বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরছি -
১০ লাখে ১ মিলিয়ন
১০০ লাখে এক কোটি = ১০ মিলিয়নে ১ কোটি
১০০ কোটিতে ১ বিলিয়ন = ১০০০ মিলিয়নে ১ বিলিয়ন
অর্থাৎ ১০ লাখে ১ মিলিয়ন আর ১০০০ মিলিয়নে = ১ বিলিয়ন
লাখ বা কোটি নামের এককগুলা শুধু দক্ষিণ এশিয়াতেই ব্যবহার হয় ।
এই এককগুলো সাধারণত ১০০ গুন করে বাড়ে,
মানে হাজার এর ১০০ গুনে লাখ, লাখের ১০০ গুনে কোটি, কোটির ১০০ গুনে বিলিয়ন ।
অন্যদিকে পশ্চিমে চলে ১০০০ গুন করে বাড়া একক ।
হাজারের ১০০০ গুনে মিলিয়ন মিলিয়নের ১০০০ গুনে বিলিয়ন বিলিয়নের ১০০০ গুনে ট্রিলিয়ন
আপনি কি এখন হিসবটি বুঝতে পেরেছেন?
১ বিলিয়ন= কত?
মানে কত মিলিয়নে এক বিলিয়ন হয়?
১০ লক্ষ= ১ মিলিয়ন
আর ১০০ কোটি=১ বিলিয়ন
মানে দশ হাজার মিলিয়নে ১ বিলিয়ন
আর এক হাজার বিলিয়নে, ১ ট্রিলিয়ন।
* প্রয়োজনে আবার দেখুন
আপনি কি কখনো ভেবে দেখেছেন এক মিলিয়নে কত শূন্য থাকে?
এক বিলিয়ন?
এক ট্রিলিয়ন ?
আপনি কি জানেন একটি ভিজিনটিলিয়নে কতটি শূন্য থাকে?
ট্রিলিয়নের চেয়ে বড় সংখ্যা
অঙ্ক শূন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনি অনেক বড় সংখ্যা গণনা করেন । এটি 10 এর এই গুণিতকগুলিকে ট্র্যাক করতে সহায়তা করে কারণ সংখ্যাটি যত বড় হবে, তত বেশি শূন্যের প্রয়োজন হবে। নীচের সারণীতে, প্রথম কলামটি সংখ্যার নাম তালিকাভুক্ত করে, দ্বিতীয়টি শূন্যের সংখ্যা প্রদান করে যা প্রাথমিক অঙ্ক অনুসরণ করে, এবং তৃতীয়টি আপনাকে বলে যে প্রতিটি সংখ্যা লিখতে আপনাকে তিনটি শূন্যের কতগুলি গ্রুপ করতে হবে৷
নাম | শূন্যের সংখ্যা | (3) শূন্যের গোষ্ঠী |
---|---|---|
দশ | 1 | (10) |
শত | 2 | (100) |
হাজার | 3 | 1 (1,000) |
দশ হাজার | 4 | (10,000) |
শত হাজার | 5 | (100,000) |
মিলিয়ন | 6 | 2 (1,000,000) |
বিলিয়ন | 9 | 3 (1,000,000,000) |
ট্রিলিয়ন | 12 | 4 (1,000,000,000,000) |
কোয়াড্রিলিয়ন | 15 | 5 |
কুইন্টিলিয়ন | 18 | 6 |
সেক্সটিলিয়ন | 21 | 7 |
সেপ্টিলিয়ন | 24 | 8 |
অক্টিলিয়ন | 27 | 9 |
ননলিয়ন | 30 | 10 |
ডিসিলিয়ন | 33 | 11 |
আনডিসিলিয়ন | 36 | 12 |
ডুওডিসিলিয়ন | 39 | 13 |
ট্রেডিসিলিয়ন | 42 | 14 |
Quattuor-decillion | 45 | 15 |
কুইন্ডসিলিয়ন | 48 | 16 |
সেক্সডেসিলিয়ন | 51 | 17 |
সেপ্টেন-ডিসিলিয়ন | 54 | 18 |
অক্টোডেসিলিয়ন | 57 | 19 |
নভেমডেসিলিয়ন | 60 | 20 |
ভিজিনটিলিয়ন | 63 | 21 |
সেন্টিলিয়ন | 303 | 101 |
1 Comments
Thanks
ReplyDelete