![]() |
নতুন বছরে পুরোনো কিছু অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট। ছবি: রয়টার্স |
মূলত অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম-ভিত্তিক ডিভাইসগুলোতে ব্যবহারকারীরা নতুন বছরে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। সে হিসেবে যে স্মার্টফোনগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বন্ধ হতে যাচ্ছে সেগুলো হলো:
স্যামসাং- গ্যালাক্সি এসথ্রি (এস৩), গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এইস থ্রি (এইস ৩), গ্যালাক্সি এসফোর মিনি (এস৪ মিনি)
মটোরোলা- মটো জি (প্রথম জেনারেশন), রেজর এইচডি, মটো ই ২০১৪
এইচটিসি- ওয়ান এক্স, ওয়ান এক্স+, ডিজায়ার ৫০০, ডিজায়ার ৬০১
এলজি- অপটিমাস জি, নেক্সাস ৪, জিটু মিনি (জি২ মিনি), এল৯০
সনি- এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি,
এই হ্যান্ডসেটগুলোতে নতুন বছরের প্রথম দিন থেকেই আর হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না ব্যবহারকারী। হঠাৎ মেটার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী? কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপের উন্নত সব ফিচার ও ফাংশন। মেটা চাইছে এআই-ভিত্তিক নিত্যনতুন সব ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত করছে। আর সেজন্যই প্রয়োজন শক্তিশালী সফটওয়্যার ও হার্ডওয়্যার সাপোর্ট। স্বাভাবিকভাবেই কিটক্যাট-ভিত্তিক পুরোনো মডেলের অ্যান্ড্রয়েড ফোনে নেই এসব সুবিধা।
0 Comments